• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোরো ধানের বীজতলা নিয়ে বিপাকে কৃষক

  নারায়ণগঞ্জ প্রতিনিধি, আড়াইহাজার

১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৫
বীজতলা
বোরো ধানের বীজতলা (ফাইল ছবি)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বোরো ধানের বীজতলা তৈরির সময় হওয়ার আগেই পানি চলে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। বর্ষায় পর্যাপ্ত পরিমাণে পানি না আসায় এই সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষার পানি চলে যাওয়ার সময় বীজতলা তৈরির কাজে ব্যস্ত থাকে কৃষক।

বিগত কয়েক বছর ধরে এই সমস্যায় পড়তে হচ্ছে। বীজতলায় কোনো আগাছা থাকলে তা ভালোভাবে পরিষ্কার করে বীজতলার উপযোগী করে তৈরি করতে হয়। সেক্ষেত্রে বীজতলা শুকিয়ে গেলে তা পুরোপুরিভাবে পরিষ্কার করা একটু কষ্টসাধ্য।

এই ব্যাপারে কৃষক আফিলউদ্দিন বলেন, গত কয়েক বছর ধরে পানির অভাবে ঠিকমতো বীজতলা তৈরি করতে পারি না। সেজন্য অনেক সময় বীজও ভালো হয় না।

এই প্রসঙ্গে উপজেলা কৃষি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বলেন, হঠাৎ করে বর্ষার পানি চলে যাওয়ায় অনেকটা বিপাকে সাধারণ কৃষক। তবে কৃত্রিম উপায়ে পানির ব্যবস্থা ও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কৃষকদের সমস্যা সমাধানের জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড