• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেই গৃহবধূর ধর্ষণ মামলায় আটক ৩ জনের ফের ২ দিনের রিমান্ড

  যশোর প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৮
আসামি
অভিযুক্ত ৩ আসামি ( ছবি : দৈনিক অধিকার )

যশোরের শার্শা উপজেলায় গৃহবধূ গণধর্ষণ মামলায় আটক ৩ জনকে আবারও দুইদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আসামিদের রিমান্ড আবেদন শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- শার্শার লক্ষণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল কাদের, আব্দুল মাজেদের ছেলে আব্দুল লতিফ ও চটকাপেতা গ্রামের মৃত হামিজ উদ্দিনের ছেলে কামরুজ্জামান।

গত ৮ সেপ্টেম্বর একই মামলায় আসামিদের রিমান্ড শুনানি শেষে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলায় উল্লেখ করা হয়, ওই গৃহবধূর স্বামী মাদক মামলায় কারাগারে আটক রয়েছে। গত ২ সেপ্টেম্বর গভীর রাতে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুল পরিচয়ে ঘরের দরজা খুলতে বলে। তারা ঘরে ঢুকে স্বামীর মামলা হালকা করে দেওয়ার কথা বলে ওই গৃহবধূর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তারা ওই গৃহবধূকে খাটের ওপর ফেলে চোখ-মুখ বেঁধে গণধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন ওই গৃহবধূ নিজে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করতে আসলে বিষয়টি জানাজানি হয়।

এরপর ওই গৃহবধূ তিনজনের নাম উল্লেখসহ আরও একজনকে আসামি করে শার্শা থানায় গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত ওই ৩ জনকে আটক করে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর আদালতে তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতে প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ১১ সেপ্টেম্বর রিমান্ড শেষে ওই তিনজনকে আদালতে সোপর্দ করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আটক তিনজনের আবার ৩ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। পরে আদালত মঙ্গলবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে ওই গৃহবধূ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা তার স্বামীর সঙ্গে দেখা করতে যান। দেখা করে ফেরার সময় জেলগেটে তিনি সাংবাদিকদের জানান, ‘স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে কয়েকদিন দেখা করতে পারি নাই।’

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড