• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছয় জেলেকে অপহরণ, ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি

  সাতক্ষীরা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৫
সুন্দরবন
সুন্দরবন ( ছবি : দৈনিক অধিকার )

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬ জেলেকে অপহরণ করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বনদস্যু জিয়া-জোনাব বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের গহীনে বঙ্গোপসাগর সংলগ্ন তালপট্টি এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায় বনদস্যুরা।

অপহৃত জেলেরা হলেন- জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে ইকবাল সরদার (২৫), রিয়াজুল গাজীর ছেলে জিন্নাত গাজী (২৮), ডুমুরিয়া গ্রামের মুছা মিস্ত্রীর ছেলে আলামিন (২৬), ছোট ভেটখালী গ্রামের দৌলত ফকিরের ছেলে মহিবুল্লাহ (৫৫), খালেক গাজীর ছেলে আশিক গাজী (৪০) এবং পার্শ্বেখালী গ্রামের এন্তাজ সরদারের ছেলে আসাদুজ্জামান (৩৩)।

অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে শ্যামনগরের বড় ভেটখালী গ্রামের কওছার মোড়লের ছেলে শহিদুল ইসলাম ও গাবুরা গ্রামের এন্তাজ আলী জানায়, এক সপ্তাহ আগে বুড়িগোয়ালিনী বন অফিস থেকে বৈধ পাশ নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যায়। মঙ্গলবার সকালে তালপট্টি এলাকায় থেকে ৭ লাখ টাকা মুক্তিপণের দাবি করে বনদস্যু জিয়া-জোনাব বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে ভারতীয় সীমান্তের মধ্যে নিয়ে যায়।

তবে, জেলে অপহরণের বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) আক্তারুজ্জামান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানি না। থানা অথবা বিজিবিতে খোঁজ নিলে জানা যাবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড