• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে বিদেশি মদসহ ধরা পড়ল বাবা-ছেলে

  সারাদেশ ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩২
আটক
বিদেশি মদ ও বিয়ারসহ আটক বাবা-ছেলে (ছবি : সংগৃহীত)

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশি মদ ও ১২টি বিয়ার ক্যানসহ বরিশালের গৌরনদী উপজেলায় বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- গৌরনদী উপজেলার টরকি বন্দর এলাকার কানাই লাল চন্দ্র (৭২) ও তার ছোট ছেলে শিপক চন্দ্র (৪০)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার টরকি বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কানাই লাল চন্দ্র বিদেশি মদ ও বিয়ার মজুত করেছিলেন। উৎসবের সময় এসব বিদেশি মদ ও বিয়ার বেশি দামে বিক্রি করাই ছিল তার মূল্য উদ্দেশ্য।

আটকের সত্যতা স্বীকার করে গৌরনদী থানা পুলিশের এসআই মো. তৌহিদুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টরকি বন্দর এলাকার কানাই লাল চন্দ্রের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে তার বাড়ি থেকে ৩৫ বোতল বিদেশি মদ ও ১২টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় কানাই লাল চন্দ্র ও তার ছোট ছেলে শিপক চন্দ্রকে আটক করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারির সঙ্গে জড়িত কানাই লাল চন্দ্রের বড় ছেলে রিপন চন্দ্র (৪৩) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে উল্লেখ করে এসআই তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড