• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে পুলিশসহ আহত ২ 

  নড়াইল প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১
আহত
আহত কাশিপুর ইউপি মেম্বার ওয়াহেদ (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে নড়াইলের লোহাগড়ায় এসআই জয়নাল ও ইউপি মেম্বার ওয়াহেদ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা ভিন্ন কথা বললেও পুলিশ বলছে, দুই দল উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে তারা আহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পূর্বে লক্ষ্মীপাশা মোল্যার মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকালে লক্ষ্মীপাশা মোল্যার মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। খেলায় কাশিপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও নলদী ইউনিয়ন ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। এক পর্যায়ে খেলা চলাকালে নলদী ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষে একজন খেলোয়াড় বদলাতে চাইলে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান অসম্মতি প্রকাশ করেন। এ নিয়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে নলদী ইউনিয়নের মাসুদ নামে অপর এক সমর্থকের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে ওই সমর্থককে কাশিপুরের সমর্থকেরা ঘিরে ফেলে। এরপরই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে লোহাগড়া থানার এসআই জয়নাল আহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কাশিপুর ইউপি মেম্বার ওয়াহেদকে থানায় নিয়ে যায়।

এ দিকে, আহত পুলিশ কর্মকর্তাকে লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মেম্বার ওয়াহেদ আহত হওয়ায় তাকেও লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, দুই দল উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে একজন পুলিশ অফিসার ও মেম্বার সামান্য আহত হয়েছেন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনায় মামলা বা গ্রেফতার নেই বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবারও খেলা শুরু হয়। খেলায় নলদী ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে কাশিপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। পরে সন্ধ্যায় লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, ইউএনও মুকুল কুমার মৈত্র ও এ্যাসিল্যান্ড এম এম আরাফাত হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড