• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষক হত্যা মামলায় কিশোরগঞ্জে ১০ জনের যাবজ্জীবন

  সারাদেশ ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৫
আসামি
কৃষক মানিক হত্যা মামলার আসামিরা (ছবি : সংগৃহীত)

কৃষক মানিক হত্যা মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার তিন সহোদরসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো- করিমগঞ্জ উপজেলার পালইকান্দা গ্রামের বাদল, নয়ন, মানিক, সবুজ, লোকমান, আলমগীর, মিজান, গিয়াসউদ্দিন, রহমত আলী ও মামুন মিয়া। এদের মধ্যে বাদল, নয়ন ও মানিক আপন ভাই।

হত্যা মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৬ আগস্ট বেলা ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার পালইকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় আব্দুল হেকিমের লোকজনের হামলায় কৃষক মানিক মিয়াসহ বেশ কয়েকজন আহত হয়। পরে দুপুরের দিকে করিমগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিক মিয়া মারা যায়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জীবন কুমার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মানিক মিয়া নিহত হন। এ ঘটনায় ২০১১ সালের ৬ আগস্ট নিহতের ভাই খায়রুল মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় ২৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সোমবার আসামিদের উপস্থিতিতে আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড