• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুদের টাকা শোধ না করায় বৃদ্ধকে হত্যা

  নাটোর প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭
মরদেহ
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুর থেকে ছইরুদ্দিন সরদার নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানাদা গ্রামের তারেক মন্ডলের শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছইরুদ্দিন সরদার চাঁচকৈড় মধ্যমপাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তারেক মন্ডল ও তার শ্বশুর আমিন মন্ডলকে আটক করা হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানাদা গ্রামের তারেক মন্ডলের কাছ থেকে ছইরুদ্দিন ৩০ হাজার টাকা সুদে ধার করেন। সেই টাকা সুদে আসলে ৯০ হাজার টাকায় দাঁড়ায়। তখন ছউরুদ্দিন টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। এমতাবস্থায় তারেক টাকা আদায় করার লক্ষ্যে বৃহস্পতিবার ছইরুদ্দিন সরদারকে ধরে নিয়ে গিয়ে তার শ্বশুর আমিন মন্ডলের বাড়িতে আটকে রাখে।

এ দিকে ছইরুদ্দিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তার খোঁজ খবর করতে থাকে। কিন্তু দুই দিনেও কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে ছইরুদ্দিনের মরদেহ তারেকের শ্বশুর বাড়ির একটি কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

অপরদিকে নিহতের পরিবারে দাবি, সুদের টাকার জন্য ছইরুদ্দিনকে হত্যা করা হয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড