• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাঈশে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন সাতবাড়িয়া ইউনিয়ন 

  অধিকার ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৫

ফুটবল
(ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের চন্দনাঈশে উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ একাদশ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গাছবাড়িয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হওয়ার পর শ্বাসরুদ্ধকর ট্রাইবেকারে সাতবাড়িয়া ইউনিয়ন ৭-৬ গোলে বৈলতলী ইউনিয়নকে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সহ অন্যান্যদের হাতে পুরস্কার তুলে দেন।

চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিয়ুর রহমান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী, গাছবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান মো. আবদুল খালেক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, বৈলতলী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এএসএম মনির উদ্দীন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, উপজেলার স্কাউট সম্পাদক শিক্ষক আবুল বশর, খাঁনহাট ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মো. সাইফুদ্দীন, চন্দনাইশ পৌরসভা যুবলীগ সম্পাদক লোকমান হাকিম প্রমুখ।

এ খেলায় ধারা বিবরণী দেন প্রধান শিক্ষক আবদুল মান্নান আজাদ, আমিনুল ইসলাম ও সাংবাদিক মো. কামরুল ইসলাম মোস্তফা।

হ্যাপি দাশের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, ‘খেলাধুলা করলে মনে প্রশান্তি বাড়ে। অশুভ চিন্তাচেতনা দূর হয়ে যায়। সমাজ অবক্ষয়মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। মুক্তিযুদ্ধ ও অসম্প্রদায়িকতার চেতনা সৃষ্টিতে তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে হাতিয়ার করে তুলতে হবে। শরীর সুস্থ্য না থাকলে সুন্দরভাবে বেঁচে থাকা যায় না। ভাল থাকতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে মাদকের দিকে ঝুঁকবে না শিক্ষার্থীরা।’

ওডি/টিএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড