• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৎ মায়ের নির্যাতনের শিকার ৭ বছরের শিশু

  সোনারগাঁও প্রতিনিধি, নারায়ণগঞ্জ

১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭
নির্যাতন শিকার
নির্যাতনের শিকার সামিয়া (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার টিপুরদী মানিকের ভিটা গ্রামে সৎ মায়ের হাতে সামিয়া (৭) নামে এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে রুটি তৈরির বেলুন দিয়ে পিটিয়ে আহত করে। আহত ওই শিশু সামিয়াকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই শিশুর নিজের মা কারিমা আক্তার বাদী হয়ে রবিবার (১৫ সেপ্টেম্বর) দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, উপজেলার সোনারগাঁও পৌরসভার টিপুরদী মানিকের ভিটা গ্রামের মুল্লুকচাঁনের ছেলে সৌদি প্রবাসী আল আমিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের দুই ছেলে সন্তান মোহাম্মদ ও আব্দুল আজিজ ও একটি কন্যা সন্তান সামিয়ার জন্ম হয়। তাদের পারিবারিক কলহের কারণে তাকে রেখে তার স্বামী আরও একটি বিয়ে করে। বিয়ের পর তাকে তার বাবার বাড়ি রূপগঞ্জে পাঠিয়ে দেয়। পারিবারিক কারণে তার দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। গত এক মাস পূর্বে সে বিদেশ থেকে মোবাইল ফোনে সীমা আক্তার নামের এক মহিলাকে বিয়ে করে।

বিয়ের পর তার স্বামীর অনুপস্থিতিতে তার দুই ছেলে ও এক মেয়ে সামিয়াকে কারণে-অকারণে মারধর করে। গত শুক্রবার বিকেলে তার স্বামী আল আমিনের নির্দেশে তার মেয়ে সামিয়াকে রুটি তৈরির বেলুন দিয়ে পিটিয়ে আহত করে। পাশের বাড়ির লোকজন ওই শিশু সামিয়াকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর শিশু সামিয়ার নিজের মা কারিমা আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

টিপুরদী গ্রামের বাসিন্দা ও পঞ্চায়েত কমিটির সভাপতি আ. খালেক প্রধান জানান, সামিয়ার বাবা বিদেশ থাকে। তার বাবার অনুপস্থিতিতে তার সৎ মা বিভিন্ন সময়ে শারীরিকভাবে নির্যাতন করে। সৎ মায়ের নির্যাতনে ওই শিশু মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। মেয়েটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, শিশু নির্যাতনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে নির্যাতনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড