• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৃত্যুর আগে বোনের সঙ্গে শেষ কথা

‘আমাদের নৌকা ফুটো করে দিয়েছে, দেখতে মন চাইলে ছবি দেখ’

  ফরিদপুর প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৩
ফরিদপুর
নিহতের লাশ (ছবি : দৈনিক অধিকার)

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে নিহত দুই যুবকের মৃতদেহ ফরিদপুরে এসে পৌঁছেছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) তাদের মৃতদেহ ফরিদপুরে এসে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

নিহত এই দুই যুবক হলো- ফরিদপুরের সদর উপজেলার ডোমরাকান্দি গ্রামের বেলাল মোল্যার ছেলে সায়েম মোল্যা (১৭) ও সালথার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে সেলিম মিয়া (৩০)।

নিহতদের মধ্যে ফরিদপুরের এই দুজন ছাড়াও সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে সানি (২১) নামে আরেক যুবক রয়েছে। যার মৃত্যুও একই সাথে হয়েছে বলে জানা গেছে। তবে সানির লাশ এখনো ফরিদপুরে এসে পৌঁছায়নি।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ৮০ হাজার টাকা বেতনে কাজ দেওয়ার প্রলোভনে তাদের ইতালি নেওয়ার কথা ছিল। গত ১০ মে তারা বাংলাদেশ হতে প্রথমে লিবিয়া যায়। এরপর লিবিয়া থেকে ট্রলারযোগে ও পরে একটি ছোট নৌকায় করে ইতালি যাচ্ছিল তারা।

সাত লাখ টাকা চুক্তিতে ফরিদপুরের ডোমরাকান্দির ইতালি প্রবাসী জনৈক মফিজুর রহমানের মাধ্যমে তারা এই চাকরির সন্ধান পান বলে জানান।

নিহত সায়েমের বোন সুমাইয়া জানান, গত ৩ জুন তার ভাইয়ের সাথে শেষ কথা হয়। একটি নৌকায় করে তারা সাগর পাড়ি দিয়ে ইতালি রওনা হয়েছিল।

‘আমাদের নৌকা ফুটো করে দিয়েছে। এটিই হয়তো শেষ কথা। আমাদের দেখতে মন চাইলে ছবি-টবি দেখ।’

সাগরের বুকে ফুটো সেই নৌকা থেকে মোবাইলে এ কথায় জানিয়েছিল সায়েম। বলেই কান্নায় ভেঙে পড়েন তার বোন। এটিই ছিল শেষ কথা। এরপর থেকে আর যোগাযোগ হয়নি সায়েমের সাথে।

পরে বিদেশে থাকা অন্যদের কাছ থেকে ভাইয়ের মৃত্যুর সংবাদ পান তারা।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড