• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামালপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  জামালপুর প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৮
জামালপুর থানা
জামালপুর সদর থানা (ছবি : দৈনিক অধিকার)

জামালপুর সদর উপজেলার শরিফপুরে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. আলাউদ্দিন আলাল (২৭) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আলাউদ্দিন শরিফপুর এলাকারা মোজাদ্দেদীয় আশরাফুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসার শিক্ষক।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে জামালপুর সদর থানার পুলিশ। আলাউদ্দিন ইসলামপুর উপজেলার পচাবহলা মধ্যপাড়ার মো. তারা মণ্ডলের ছেলে। সে ২ নম্বর শরিফপুর ডেঙ্গার গড় মোজাদ্দেদীয় আশরাফুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসার শিক্ষক।

এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র ওই শিক্ষককে নাস্তার টিফিন বক্স ধুয়ে তার কক্ষে আসে। এ সময় শিক্ষক আলাল তাকে জানালা বন্ধ করে দিতে বলে। তারপর শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে। পরে শিশুটিকে ভয় দেখিয়ে বলে, তুই যদি কাউকে বলিস তাহলে তোকে মেরে ফেলব। এরপর বাড়িতে এসে শিশু কান্না-কাটি করলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে পরিবারের লোকজন শিশুকে জিজ্ঞাসা করলে; সে ওই ঘটনা খুলে বলে।

পরের দিন শিশুর বাবা মো. আতিকুর রহমান সোহেল জামালপুর সদর থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ শিক্ষক আলাউদ্দিনকে রাতেই গ্রেফতার করে থানা হেফাজতে রাখেন।

জানা গেছে, শিশুটি পাঁচ বছর ধরে মাদ্রাসায় পবিত্র কুরআন শরিফ পড়ছে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সলেমুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড