• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাল টাকাসহ রোহিঙ্গা যুবক হাতেনাতে আটক

  কক্সবাজার প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৪
রোহিঙ্গা যুবক
আটক রোহিঙ্গা যুবক। (ছবি : নিজস্ব)

উখিয়ার পালংখালী বাজারের স্টেশন থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ এক রোহিঙ্গা যুবককে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় এক সাংবাদিক। আটক রোহিঙ্গার নাম এনাম উল্লাহ্।

শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রায় ১৭ লাখ জাল টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত এনাম উল্লাহ্ রোহিঙ্গা ক্যাম্প ১৯ সি ৯ ব্লকের শফিউল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা এনাম একটি সিএনজি যোগে সারাদিন ঘুরাফেরা করে সন্ধ্যার পর পালংখালী বাজারে এসে সিএনজি ভাড়া দিতে গিয়ে লাখ টাকার বান্ডিল থেকে একটা হাজারি নোট দেন। হাজারি নোটটি নকল সন্দেহ করে সিএনজির ড্রাইভার স্থানীয় এক সাংবাদিককে মুঠোফোনে বিষয়টি জানান। পরে ঐ সাংবাদিক তার দেহ তল্লাশি করে প্রায় ১৭ লাখ টাকার জাল নোট উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ঐ সাংবাদিক জানান, রোহিঙ্গা এনামকে নগদ জাল টাকাসহ ধরে উখিয়া পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি জালনোট চক্র সক্রিয় রয়েছে। যা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলে খুঁজে বের করা সম্ভব।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর।

ওডি/এসএইচএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড