• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁওয়ে আ.লীগ-যুবলীগ সংঘর্ষে আহত ৫

  সোনারগাঁও প্রতিনিধি,নারায়ণগঞ্জ

১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৫
সংঘর্ষ
আওয়ামী লীগ-যুবলীগের সংঘর্ষ (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগের সম্মেলনে আসা নেতাকর্মীদের ওপর যুবলীগের নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার বিকালে (১৩ সেপ্টেম্বর) এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের ওটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও যুবলীগ সভা ডাকা সমাবেশ নিয়ে দিনভর ছিল টানটান উত্তেজনা। এক পর্যায়ে পুলিশ প্রশাসন সেখানে উভয় গ্রুপকে সমাবেশ করতে বাধা দিলে সংঘর্ষে আশঙ্কায় বিকালে পুলিশ পাহারায় সভাস্থল ত্যাগ করেন আওয়ামী লীগ নেতারা। পরে তারা স্থানীয় আওয়ামী লীগের একজন নেতার বাড়িতে সভা করেন। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারিসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আসা নেতাকর্মীদের ওপর যুবলীগের নেতাকর্মীরা হামলার চালিয়েছে অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের। এতে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

সূত্র জানায়, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তাদের কর্মসূচি পালন করে আসছে। সম্প্রতি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন নিয়ে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল ও ড. সেলিনা আক্তার আওয়ামী লীগের একটি অংশের নেতৃত্ব দিয়ে আসছেন।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম অপর অংশের নেতৃত্ব দেন। তাদের দিয়েই উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় জেলার নেতারা।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণার পরই এক পক্ষ অপর পক্ষকে প্রতিহতের ঘোষণা দেন।

উপজেলা যুবলীগের পক্ষ থেকে জামপুর ইউনিয়নের উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার বিকাল ৩টায় এক বর্ধিত সভার আয়োজন করে। অপরদিকে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে একই বিদ্যালয়ে সম্মেলনের প্রস্ততি সভার আয়োজন করে।

একই স্থানে আওয়ামী লীগ ও যুবলীগ সভা ডাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা মারমুখী অবস্থানে চলে যায়। ফলে স্থানীয় পুলিশ প্রশাসন উভয় পক্ষের সভা বন্ধ করে দেন।

এ সভাকে ঘিরে সাবেক সংসদ সদস্য কায়সার, মাহফুজুর রহমান কালাম ও এম এইচ মাসুদ দুলাল সমর্থিত সোনারগাঁও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ লাঠিসোটা নিয়ে দিনভর অবস্থান নিয়ে বস্তল এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভায় যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর হামলা করে।

হামলায় বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক হাবিবুর রহমান, জেলা প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, আওয়ামী লীগ নেতা বশির মিয়াসহ পাঁচজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড