• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেরিন ড্রাইভ সংযোগ সড়কের বেহাল দশা 

  শাহ মুহাম্মদ রুবেল, কক্সবাজার

১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮
মেরিন ড্রাইভ
সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে টেকনাফ মেরিন ড্রাইভ ও শামলাপুর সংযোগ সড়কটি ( ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ও শামলাপুর বাজার সংযোগ সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে রোহিঙ্গা সঙ্কটের পর এখানে ক্যাম্প স্থাপন করায় এটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠে।

গত দুবছরে এ সড়ক দিয়ে দেশ বিদেশের ভিআইপিরা যাতায়াত করলেও এখনো কাঙ্ক্ষিত সংস্কার বা উন্নয়ন করেনি সংশ্লিষ্টরা। প্রতিনিয়ত গাড়ী চলাচলসহ পথযাত্রীদের পদভারে মুখরিত থাকে সড়কটি। কিন্তু বর্তমানে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

টমটম, সিএনজি অটৈারিক্সা, মোটর সাইকেল দুর্ঘটনা যেন প্রতিদিনের রুটিন বিপদ। তবে দায়িত্বশীলরা বলছেন ভিন্ন কথা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৫৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে দু দফা টেন্ডার আহ্বান করার পরও বাজার দর ঠিক না হওয়ায় কোন টিকাদার কাজ করতে রাজি হচ্ছে না। ফলে গত দুবছর ধরে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ্য মেরিন ড্রাইভ-শামলাপুর বাজার সংযোগ সড়কটি খানা খন্দক নিয়ে পড়ে থাকে।

এসব তথ্য নিশ্চিত করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজ উদ্দিন বলেন, বর্তমান রাস্তার চেয়ে দুপাশে ৩ ফুট করে মোট ৬ ফুট ব্রীকসলিং দিয়ে সড়কটি সংস্কার করার উদ্যোগ নেন এলজিইডি। কিন্তু কোন ঠিকাদার কাজ করতে রাজি হচ্ছে না। এর ফলে দিন দিন সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বিকল্প কোনো পদ্ধতিও খুঁজে বের করছে।

তিনি আরও বলেন, এ সড়কটি গোটা উপকূলীয় ইউনিয়ন বাহার ছড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ সড়ক দিয়ে একটি মেরিন ড্রাইভ ব্যবহার করে অল্প সময়ে কক্সবাজার বা টেকনাফ শহরে যাওয়া যায়। আবার এটি ব্যবহার করে শামলাপুর হোয়াইক্যং দিয়ে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়ক পৌঁছানো যায়। প্রতিনিয়ত সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার শত শত গাড়ি, মানুষ ও এলাকাবাসী এটি ব্যবহার করছে। অথচ কেউ এগিয়ে আসছেন না এটির উন্নয়নে।

সড়কের পার্শ্বে মুক্তিযোদ্ধা নুরুল কবির মার্কেটের পরিচালক আবু ছিদ্দিক জানান, প্রতিদিন খানা খন্দকে ভরা ভাঙ্গা সড়কে দুর্ঘটনা লেগেই আছে। এটি দ্রুত সংস্কার হওয়া দরকার।

টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড