• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদক কারবারির পা কাটল সন্ত্রাসীরা

  বগুড়া প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৯
থানা
বগুড়া সদর থানা (ছবি : সংগৃহীত)

প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে বগুড়ার সদর উপজেলায় হাবিল (৪৫) নামে এক মাদক কারবারির পা কেটে নিয়েছে সন্ত্রাসীরা।

গুরুতর আহত হাবিল সদর উপজেলার চান্দুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। বর্তমানে সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর সাবগ্রাম চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। হাবিলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মাদকের ও বাকি তিনটি মারধরের মামলা।

সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, হাবিল ওই এলাকার চিহ্নিত একজন মাদক কারবারি, ছিনতাইকারী ও সন্ত্রাসী। এ নিয়ে তার প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে বিরোধ রয়েছে। বৃহস্পতিবার রাতে হাবিল ও তার সহযোগীরা চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঁশ ঝাড়ে মাদকসেবন করছিল। এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

হামলার ঘটনায় হাবিলের সহযোগীরা পালিয়ে গেলেও প্রতিপক্ষ সন্ত্রাসীরা হাবিলকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করে এবং তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করায়।

ঘটনার সত্যতা স্বীকার করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান জানান, হাবিল একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার পা কেটে নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি উল্লেখ করে ওসি আরও জানান, হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড