• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিশোরগঞ্জ-ঢাকা রুটে ট্রেন যোগাযোগ বন্ধ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০০
ট্রেন
ট্রেন (ফাইল ছবি)

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশনে রেললাইন ভেঙে যাওয়ায় ভৈরব-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি চোখে ধরা পড়ে। এরপর থেকে কিশোরগঞ্জ থেকে ভৈরব রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগ আর বিড়ম্বনায় পড়েছেন।

কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি হালিমপুর স্টেশন অতিক্রম করার পর পরই রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। সকাল সাড়ে ৭টার দিকে রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ার পর এই স্টেশনের উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়। আশা করা যায়, অল্প সময়ের মধ্যেই রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হবে। তবে এখনো মেরামতের কাজ চলছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড