• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্মাণাধীন ভবনই কাল হলো শ্রমিকের

  বগুড়া প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৪
লাশ উদ্ধার
(ছবি : প্রতীকী)

নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে হঠাৎ পা ফসকে নিচে পড়ে বগুড়ার সদর উপজেলায় আমিনুর ইসলাম (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের সুত্রাপুর আজাদ পাম্পের গলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর ইসলাম শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সুত্রাপুর আজাদ পাম্পের গলিতে আব্দুর রশিদের সাততলা ভবনে নির্মাণকাজ চলছিল। এ সময় নির্মাণ শ্রমিক আমিনুর ইসলাম ভবনের দোতলায় কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড