• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে ৬০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক ১

  ফেনী প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৭
আটক
আটককৃত মাদক কারবারি মো. সুমন মিয়া (ছবি : দৈনিক অধিকার)

ফেনীতে ৬০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মো. সুমন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শহরতলীর মহিপালস্থ খায়ের রেস্তোরা সরমা অ্যান্ড কাবাব হাউসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. সুমন মিয়া রাজধানীর যাত্রাবাড়ী থানার ১৬ নম্বর গোলাপবাগ এলাকার মো. ছমির উদ্দিনের ছেলে।

ফেনীস্থ র‌্যাব-৭-এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ওই কাবাব হাউসের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব।

এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সঙ্কেত দেয়। কিন্তু প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে প্রাইভেটকারটি আটক পূর্বক আসামি মো. সুমন মিয়াকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও শনাক্তমতে জব্দকৃত প্রাইভেটকারের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে আরও জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ওই মাদকদ্রব্য দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড