• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুর জেলা আ. লীগের সাবেক সভাপতি না ফেরার দেশে

  ফরিদপুর প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৫
কাজী জায়নুল আবেদিন
কাজী জায়নুল আবেদিনের জানাজা নামাজে মুসল্লিগণ (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী জায়নুল আবেদিন (৭৪) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে তিনি ঢাকার মিরপুরে ছোট ছেলের বাসায় মারা যান।

জানা যায়, সম্প্রতি বাসায় একটি ছোট দুর্ঘটনায় তিনি শরীরে আঘাত পান। এতে কয়েকদিন শয্যাশায়ী ছিলেন। তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাদ জোহর ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়।

ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনসহ আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসুল্লিগণ জানাজায় অংশ নেন।

ফরিদপুরের প্রবীণ এই শিক্ষক কাজী জায়নুল আবেদিন ১৯৫৬ সালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়ে ১৯৭৪ সালে প্রধান শিক্ষক হন। ২০০২ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন। ২০০৫ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন এবং ২০১৬ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি পাঁচ বছর মেয়াদে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন।

শহরের ভাটি লক্ষিপুর মহল্লার বাসভবনে তিনি বসবাস করতেন। সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চর বালুধুম গ্রামে একটি সাধারণ কৃষক পরিবারে ১৯৪৫ সালের ৯ জানুয়ারি তিনি জন্ম গ্রহণ করেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড