• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  মানিকগঞ্জ প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৬
মুক্তিযোদ্ধা
মানববন্ধনে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা সেকেন্দার হায়াত খান মজলিশ রেজার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও চাঁদাবাজ, মামলাবাজ এবং দুর্নীতিবাজ কাঞ্চন বিশ্বাসের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু, ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সেকেন্দার হায়াত খান মজলিশ রেজা, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কামাল হোসেন, সাবেক ধূলশুড়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সেলিম হোসেন, সাবেক বয়রা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা বাবু অসিদ নাগ, প্রমুখ। মানববন্ধনে মুক্তিযোদ্ধা ছাড়াও উপজেলার সর্বস্তরের মানুষজন অংশ নেন।

বক্তারা বলেন, কাঞ্চন বিশ্বাস একজন চাঁদাবাজ ও মামলাবাজ প্রকৃতির লোক। তিনি অনেক মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সরকারি জমি লিজ এনে দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এ টাকা ফেরত চাওয়ায় সে উল্টো মুক্তিযোদ্ধা সেকেন্দার হায়াত খান মজলিশ রেজার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছে। তাই অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রতারক, চাঁদাবাজ ও মামলাবাজ কাঞ্চনের শাস্তির দাবি জানান তারা।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড