• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেফতার

  কুড়িগ্রাম প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১
গ্রেফতার
(ছবি : প্রতীকী)

বিশেষ অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলাব্যাপী বিভিন্ন মামলার ৩০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, পূর্বের বিভিন্ন মামলার আসামি ১৪ জন ও নিয়মিত মামলার আসামি ৬ জন।

বুধবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামকে যাতে মাদকের রুট হিসেবে কেউ ব্যবহার করতে না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

এ দিকে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলো- নাগেশ্বরী উপজেলার কঁচাকাটা থানার চর বালাডোবা এলাকার আনোয়ার হোসেনের ছেলে আশরাফ আলী ও মৃত জাফর আলীর ছেলে মশিউর রহমান।

কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড