• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জালিয়াতির মাধ্যমে সাড়ে ৯ কোটি টাকার জমি আত্মসাৎ

  ময়মনসিংহ প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৩
ময়মনসিংহ
সাব-রেজিস্টারের কার্যালয় (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের ভালুকা উপজেলা সাব-রেজিস্টারসহ ৩ জনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি টাকার জমি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের উপপরিচালক ফারুক হোসেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাধন সূত্রধর বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলো- ভালুকা উপজেলা সাব-রেজিস্টার জাহাঙ্গীর আলম (৫৫), ওই অফিসের দলিল লেখক সিরাজুল ইসলাম সুজন (৫৫) ও স্থানীয় আবু রাসেল চৌধুরী (৩৯)।

দুদকের মামলা সূত্রে জানা যায়, ওই তিন আসামির যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভালুকা উপজেলা এলাকার প্রায় সাড়ে ৯ কোটি টাকা মূল্যের জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ করেছে।

দুদকের উপ-পরিচালক ফারুক হোসেন জানান, ভালুকা উপজেলার আব্দুল জলিল নামে এক ব্যক্তি ২০০৪ সালে মারা গেলেও তাকে জীবিত দেখিয়ে ২০১৭ সালে বর্তমানে প্রায় ৪ কোটি টাকা বাজার মূল্যের ৮ একর জমি জাল দলিলের মাধ্যমে হাতিয়ে নেন আসামিরা। এছাড়াও বিদেশে অবস্থানরত আরেক ব্যক্তির নাম ঠিকানা ব্যবহার করে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ৯ একর জমি দলিল করেন তারা। ওই তিন আসামি একে অপরের সহযোগিতার মাধ্যমে এ অপরাধ করেছেন। প্রাথমিক অনুসন্ধানে এর সত্যতা পাওয়ায় দুদকের পক্ষ থেকে বুধবার মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, দুদকের অনুসন্ধান চলাকালে ভালুকা উপজেলা সাব-রেজিস্টার জাহাঙ্গীর আলম গত এক সপ্তাহ আগে ভালুকা উপজেলা থেকে ঝালকাঠিতে বদলি হয়েছেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড