• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবানে ডেঙ্গু জ্বরে মহিলা আ. লীগের সভাপতির মৃত্যু

  বান্দরবান প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৬
ডমেচিং মারমা
নিহত ডমেচিং মারমা (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানের রুমা উপজেলায় সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ডমেচিং মারমা (৩২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ডমেচিং মারমা রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার সহধর্মিনী।

পরিবার সূত্রে জানা যায়, ডমেচিং অসুস্থতাবোধ করলে রুমার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বামী উহ্লাচিং মারমা জানান, কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থবোধ করলে ডমেচিং মারমাকে রুমা উপজেলায় একটি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে।

পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে সিএসসিআর বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। চট্টগ্রাম থেকে মৃতদেহ রুমা উপজেলায় নিয়ে যাওয়া হবে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড