• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির ভুয়া সনদসহ আটক ৬

  সারাদেশ ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১২
রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি
রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি চক্রের সদস্য (সংগৃহীত)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পাসপোর্ট অফিসের পাশে তিনটি দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার ভুয়া সনদ জব্দসহ ছয় জনকে আটক করেছে র‌্যাব-২ সদস্যরা। তারা জাল জন্মসনদ তৈরি করে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তা করে আসছিল।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চক্রটির ছয় জনকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলো- সাইফুল করিম, আজিম, ফজলুল করিম, মাইনুদ্দিন, জাহাঙ্গীর ও মামুন। এ সময় তাদের কাছ থেকে ভুয়া জন্ম নিবন্ধনের সিল, সনদের হার্ড কপি ও সফট কপির হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, গ্রেফতার হওয়ারা বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে জন্ম নিবন্ধন সার্টিফিকেট তৈরি করে সরবরাহ করত। এদের হার্ডডিস্ক চেক করে আমরা ২৫ হাজারের মতো ভুয়া সনদ পেয়েছি। অনেক হার্ড কপিও পেয়েছি। তারা এসব জাল সনদ দিয়ে রোহিঙ্গাদেরকেও পাসপোর্ট তৈরিতে সহায়তা করত বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে জানায় র‌্যাব-২ এর এ কর্মকর্তা।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড