• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার ক্ষতি

  ফেনী প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৯
অগ্নিকাণ্ড
আগুনে পড়ে যাওয়া বসতঘর (ছবি : দৈনিক অধিকার)

ফেনীতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বস্তির আটটি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মিজান পাড়ার একটি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মিজান পাড়ার ইকবালের মালিকানাধীন মোল্লার কলোনীতে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এতে ওই কলোনির মোল্লা, মকবুল, সোহাগ, রুবেল ও নুরজাহানের আটটি ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ওই ঘরগুলো পুড়ে গেলেও আশপাশের চারটি বহুতল ভবন রক্ষা পায়।

ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তৌফিকুর রহমান জানান, গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় আটটি পরিবারের পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড