• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেনাপোলে ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক

  বেনাপোল প্রতিনিধি, যশোর

১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৭
আটক
আটক ভারতীয় নাগরিক (ছবি : দৈনিক অধিকার)

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে ইউএস ডলার, টাকা, ইমিটেশন সামগ্রী, মোবাইল ও শাড়ি থ্রি-পিসসহ রাকেশ নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ মুদ্রা ও মালামালসহ শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার ভাসানগাতি গ্রামের গোলাম মন্ডলের ছেলে।

এই বিষয়ে জানতে চাইলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সেলিম রেজা বলেন, বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশি করে সন্দেহভাজন এক যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তার জুতার ভেতর থেকে ২৫ হাজার মার্কিন ডলার, ৩ হাজার ৭৭০ বাংলা টাকা উদ্ধার করা হয়। এছাড়া তার নিকট থেকে একটি মোবাইল সেট, দেড় কেজি ইমিটেশন ও শাড়ি থ্রি পিছসহ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

জানা যায়, উদ্ধারকৃত টাকা ও পণ্যের মূল্য ২১ লাখ ৬৬ হাজার ৭৭০ টাকা বলে বিজিবি কর্মকর্তা জানান।

রাকেশ মন্ডল একজন হুন্ডি ব্যবসায়ী তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড