• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম

১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত টিম (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ফুটপাতে বসা অবৈধ দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার কাচারি সড়কে এ অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী অফিসার রুহুল আমীন।

ইউএনও রুহুল আমীন বলেন, দখলকারদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো কথা শোনেননি। সড়কের দুই পাশের সরকারি জায়গা দখল করে তারা লাভবান হচ্ছে আর প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে পথচারীরা। ঝুঁকি নিয়ে তারা ফুটপাত ছেড়ে সড়ক দিয়ে চলাচল করে। ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। দুর্ভোগে পড়ে জনসাধারণ।

তিনি বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার স্কুল কলেজ শিক্ষার্থী চলাচল করে। অভিযানের ফলে তারা ফুটপাত দিয়েই নিরাপদে চলাচল করতে পারবে। তাদের চলাচলের জন্য ফুটপাতে কাজ করা হবে। যাতে কোনো অসুবিধা না হয়।

অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, পরের অভিযান থেকে কাউকে অনুরোধ নয় ফুটপাতে যা থাকবে তাই গাড়িতে উঠিয়ে নেওয়া হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড