• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার ১

  বগুড়া প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৭
গ্রেফতার
গ্রেফতারকৃত আশরাফ ফেরদৌস ওরফে সোহাগ চৌধুরী (ছবি : দৈনিক অধিকার)

বগুড়ার কালিতলা এলাকায় অভিযান চালিয়ে আশরাফ ফেরদৌস ওরফে সোহাগ চৌধুরী (৪৫) নামে এক সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালিতলার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান বুধবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আশরাফ ফেরদৌস ওরফে সোহাগ চৌধুরী বগুড়া শহরের কালিতলা এলাকার আবদুল খালেক চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সাধারণ জনগণকে ভীতি প্রদর্শন, মাদক ব্যবসা, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ বিভিন্ন আইনে সদর থানায় ছয়টির অধিক মামলা রয়েছে।

তিনি জানান, বুধবার বেলা দেড়টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের কালিতলার বাড়িতে অভিযান চালিয়ে সোহাগ চৌধুরীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কমান্ডার আরও জানান, সোহাগ চৌধুরী গ্রেফতার হওয়ায় জনমনে শান্তি ফিরে এসেছে এবং জনগণ সাধুবাদ জানিয়েছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড