• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেনাপোল পুলিশের অভিযানে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

  বেনাপোল প্রতিনিধি, যশোর

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৪
গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি হাসানুর হাসান (ছবি : দৈনিক অধিকার)

যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে ১০ মাসের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসানুর হাসানকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে আসামির নিজ বাড়ি বেনাপোলের গাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাসানুর হাসান বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার কর্তব্যরত (এএসআই) দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল সানাউলল্লাহ এবং কনস্টেবল চঞ্চল মুখার্জির সহায়তায় আসামিকে তার নিজ বাড়ি থেকে ধরতে সক্ষম হয়।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার এএসআই দেলোয়ার জানান, আসামি হাসানুর হাসানের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন দৌলতপুর থানায় একটি মামলা হয়।

২০১৫ সালের ২ এপ্রিল রায় ঘোষণার মধ্য দিয়ে আসামির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়। তিনি এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড