• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুর উপনির্বাচন : ৭ জনের মনোনয়নপত্র চূড়ান্ত

  রংপুর প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৩
নির্বাচন
রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসারের মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্টরা (ছবি : দৈনিক অধিকার)

রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ হওয়ায় সাতজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসারের মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্টরা দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করেন।

এ সময় ঋণ খেলাপির অভিযোগে মো. কাওছার জামান ও বিধি অনুযায়ী হলফ নামা দাখিল না করাসহ নানা কারণে মো. একরামুল হকের মনোনয়নপত্র অবৈধ বলে বাতিল করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। ফলে এই আসনের উপনির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা সাতজন।

যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন জানান, আপাতত বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের মো. রেজাউল করিম রাজু, বিএনপি সমর্থিত প্রার্থী রিটা রহমান ও জাতীয় পার্টির রাহগির আলমাহি এরশাদ, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার, এনপিপি শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং খেলাফত মজলিসের তৌহিদুল রহমান মন্ডল এই সাতজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ঋণ খেলাপি এবং বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করাসহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী বিএনপির মহানগর সিনিয়র সহসভাপতি কাওসার জাসান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির একরামুল হকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে পরবর্তী তিন দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন বলে জানান আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা।

আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ১৭ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড