• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাক চাপায় মাদ্রাসার অধ্যক্ষসহ নিহত ২

  সারাদেশ ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২২
বগুড়া
ছবি : দৈনিক অধিকার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় উল্টে যাওয়া ট্রাকের চাপায় অটোরিকশা যাত্রী মাদ্রাসার অধ্যক্ষসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও ৩ জন।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- জেলার নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের মাওলানা আবদুল খালেকের ছেলে কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাফাজ্জল হোসেন বুলবুল (৪২) এবং কাহালু উপজেলার মহিষমারা গ্রামের মৃত মনসের আলী শেখের ছেলে ধানচাল ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নন্দীগ্রামের বিজরুলগামী একটি অটোরিকশা মঙ্গলবার রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় যাত্রী নিতে দাঁড়ায়। এ সময় বগুড়াগামী চিনি একটি বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সামনের স্প্রিং ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়। ট্রাকের চাপায় অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই কাজল নন্দী জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড