• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে সাপটির পরিচয় মিলেছে

  সারাদেশ ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৬
গোখরা সাপ
গোখরা সাপ (ছবি : সংগৃহীত)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজারের একটি কলার আড়ত থেকে গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই সাপটি উদ্ধারের পর পরিচয় নিয়ে বিভ্রান্তি ঘটে।

তবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও গবেষক আদনান আজাদ আসিফ নিশ্চিত করেছেন সাপটির নাম গোখরা। এর ইংরেজী নাম monocled cobra। বৈজ্ঞানিক নাম naja kaouthia।

এ বিষয়ে তিনি আরও বলেন, যেহেতু এটি একটি ছোট বাচ্চা, ও গোখরা সাপের একসাথে ১৫-৩০টি বাচ্চা ফোটে তাই ওই কলার আড়ত ভালো করে খুঁজে দেখতে হবে। সেখানে আরও সাপ থাকতে পারে।

পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাণী বিশেষজ্ঞ মনিরুল এইচ খানের সাথেও যোগাযোগ করেন এবং উভয়েই একমত হন এটি গোখরা সাপ। বাংলাদেশের সব জায়গায় এই সাপের দেখা মেলে। এদের প্রধান খাবার ইঁদুর।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, নতুনবাজার দক্ষিণ রোডে সুশান্ত বাবুর কলার আড়তে একটি সাপ দেখা যায়। এ সময় উপস্থিত স্থানীয়রা ভয় পেয়ে যান। পরে খবর দেওয়া হলে ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্জিত দেব সাপটিকে উদ্ধার করেন।

সাপটির পরিচয় জানার জন্য তিনি নিজ উদ্যোগে দেশে-বিদেশে অনেকের কাছে ছবি পাঠিয়েছেন। সাপটি ছোট আকারের। এর গলার নিচের দিকে হালকা হলুদ রঙের আভা রয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড