• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাল্যবিয়ে রোধে সাংস্কৃতিক অনুষ্ঠান

  ভোলা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৯, ০২:১২
সাংস্কৃতিক অনুষ্ঠান
বাল্যবিয়ে রোধে সাংস্কৃতিক অনুষ্ঠান ( ছবি : দৈনিক অধিকার )

ভোলা সদর উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের শাপলা কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এতে কিশোরী ক্লাবের সদস্যরা নাচ, গান, ইসলামী সংগীত, কবিতা ও একক অভিনয় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন (আইইসিএম) প্রকল্পের ভোলা সদর উপজেলা টেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মো. জিয়া উদ্দিন, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ওয়ার্ড প্রমোটর সুরমা বেগম, পিআর এডুকেটর তামান্না, পিআর লিডার আয়শা বেগম।

এ সময় কিশোরীদের উদ্দেশে বক্তারা বলেন, শরীর মন ভালো রাখতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। এর পাশাপাশি সকল কিশোরীরা ঐক্যবদ্ধভাবে বাল্যবিয়ে রোধে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কিশোরীদের সদিচ্ছা থাকলেই বাল্যবিয়ে রোধ করা সম্ভব। যৌতুক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে সব কিশোর-কিশোরীদের এগিয়ে আসার আহ্বানও জানায় তারা।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড