• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সন্ধ্যার পর আড্ডায় বসা ৯২ ছাত্র আটক

  পিরোজপুর প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৭
অভিযানে আটক শিক্ষার্থীরা
অভিযানে আটক শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

রাতে বখাটের উৎপাত ও স্কুল-কলেজ পড়ুয়াদের আড্ডা বন্ধে পিরোজপুরের ৭টি উপজেলায় একযোগে অভিযান চালানো হয়েছে। এ সময় ৯২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত আটটা থেকে তিন ঘণ্টা চলে এ অভিযান।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জেলা সদর উপজেলায় অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপারের নেতৃত্বে সদর উপজেলার বলেশ্বর ব্রিজ, নতুন বাস টার্মিনাল, পুরাতন বাস টার্মিনাল, কৃষ্ণচূড়া মোড় ও ক্লাব রোডে অভিযান চালিয়ে আড্ডারত স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

হায়াতুল ইসলাম খান বলেন, কিশোর গ্যাং, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ করা ও শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ার টেবিলে রাখার জন্যই এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জেলার সাত উপজেলা থেকে ৯২ জন কিশোরকে আটকের পর অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

ওডি/এমআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড