• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্র নিহত

  ময়মনসিংহ প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ছবি : ফাইল ফটো)

ময়মনসিংহের গফরগাঁওয়ের হাতীখলা গ্রামে খেলার সময় টিনের চালে আটকে পড়া ফুটবল পাড়তে গিয়ে তৌফিক মিয়া (১১) নামে এক মাদ্রাসা ছাত্র বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে গফরগাঁও উপজেলার হাতীখলা গ্রামে এ নির্মম দুর্ঘটনা ঘটে।

নিহত তৌফিক মিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকার আল আমিনের ছেলে। সে ওই এলাকার স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী তৌফিক মিয়া পার্শ্ববর্তী গফরগাঁওয়ের হাতীখলা গ্রামে তার নানার বাড়ি লিটন মিয়ার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৮ সেপ্টেম্বর) তৌফিক মিয়া তার মা স্মৃতি আক্তারের সঙ্গে হাতীখলা গ্রামে নানা লিটন মিয়ার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে অন্য শিশুদের সঙ্গে বাড়ির আঙিনায় ফুটবল খেলা করছিল। এক পর্যায়ে ফুটবলটি বসতঘরের চালের ওপর আটকে যায়।

এ সময় টিনের চালার ওপর উঠে বলটি পাড়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তৌফিক নিচে ছিটকে পরে গুরুতর আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন এ ব্যাপারে বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। নানার বাড়ি বেড়াতে এসে খেলার সময় টিনের চালে আটকে পড়া ফুটবল পাড়তে গিয়ে শিশুটি মারা গেল।’

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড