• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পথ ভুলে ডোবায় ৮২ কেজির বাঘাইড়

  জামালপুর প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১২
বাঘাইড় মাছ
৮২ কেজি ওজনের বাঘাইড় মাছ (ছবি : দৈনিক অধিকার)

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে বিশাল আকৃতির বাঘাইড় মাছ। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীচরে জেলেদের জালে ধরা পড়ে মাছটি।

চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ জানান, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে চারজন জেলে ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরছিল।

এ সময় হঠাৎ কয়েকটি শুশুক বিশাল আকারের বাঘাইড় মাছটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাঘাইড়টি তীরের দিকে কম পানিতে উঠে আসে। তখন মাছ শিকারে থাকা ওই চারজন জেলে গিয়ে মইজাল দিয়ে মাছটিকে ধরে। কিছুক্ষণের মধ্যে বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়। পরে দুইজন জেলে কাঁধে করে স্থানীয় মৌলভীচর বাজারে বাঘাইড় মাছটিকে নিয়ে যায়।

স্থানীয়রা ৮২ কেজি ওজনের বাঘাইড় মাছটি দামাদামি করে ৪৩ হাজার টাকায় কিনে নেন। মাছটি কেটে টুকরো করে মোট ৪৩টি ভাগ করা হয়, প্রতিটি ভাগ এক হাজার টাকায় বিক্রি করা হয়। ওই চারজন জেলের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এরেন্দাবাড়ী এলাকায়। তবে তাদের নাম পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড