• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মমেকে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

  ময়মনসিংহ প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৩
মমেক
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল (ছবি : ফাইল ফটো)

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা (৫০) নামে কিশোরগঞ্জের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফাতেমা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার নাজমুল হকের স্ত্রী।

মমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। গত শনিবার (৭ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে ময়মনসিংহে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতজন রোগীর মৃত্যু হয়েছে।

মমেক হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফাতেমার শ্বাসকষ্ট ও হার্টের সমস্যার কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সাতজন নতুন রোগী ভর্তি হয়েছে ও ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, তারও আগে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এর মধ্যে গত ২৭ আগস্ট (মঙ্গলবার) ত্রিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফিজুল ইসলাম (৩৫), শনিবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার জারিফ নামে ৫ মাস বয়সের এক শিশু, সোমবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় সেলিম (২৭), সোমবার (১৯ আগস্ট) ভোর ৫টায় আনোয়ার হোসেন (৪৫), রবিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাসেল মিয়া (৩৫) এবং রবিবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে ফরহাদ (২০) নামে এক কলেজছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মমেক হাসপাতালে মারা যান বলে আরও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড