• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারীর স্তন কেটে ফেলা ভুয়া ডাক্তার গ্রেফতার

  খালিয়াজুরী প্রতিনিধি, নেত্রকোণা

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪২
নেত্রকোণা
গ্রেফতার ভুয়া চিকিৎসক (ছবি : দৈনিক অধিকার)

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় নারীর স্তন কেটে ফেলার অভিযোগে পাঁচহাট বাজারের ভুয়া এক চিকিৎসককে গ্রেফতার করেছে খালিয়াজুরী থানা পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে মানিক তালুকদার নামে ওই ব্যক্তিকে পাঁচহাট বাজারের ইকবাল হোমিও হল থেকে গ্রেফতার করা হয়। সে মদন উপজেলার কাতলা গ্রামের আমির উদ্দিন তালুকদারের ছেলে।

একই দিন উপজেলার পাঁচহাট গ্রামের শেফালী আক্তার মানিক তালুকদারের নামে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ করেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়েছে।

ওই নারীর অভিযোগে বলা হয়, গত ৭ এপ্রিল পাঁচহাট বাজারের ইকবাল হোমিও হলে ডেকে নিয়ে যান ইকবাল নামের ওই ব্যক্তি। সেখানে তাকে অজ্ঞান করে ডাক্তার সেজে অপারেশনের মাধ্যমে বাম স্তন কেটে ফেলে।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, মূলত তিনি একজন ভুয়া চিকিৎসক। গ্রেফতারের পর নিজেকে হোমিও ডাক্তার হিসেবে পরিচয় দেন। তার কাছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেনি। সে মা ও শিশু, চর্ম, যৌন সার্জারিতে বিশেষ অভিজ্ঞ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে খালিয়াজুরী থানায় মামলা হয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড