• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুধবার কাপ্তাই সৌর বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  রাঙ্গামাটি প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১
সৌর বিদ্যুৎকেন্দ্র
সৌর বিদ্যুৎকেন্দ্র (ছবি : সংগৃহীত)

আনুষ্ঠানিক উৎপাদন শুরু করতে যাচ্ছে রাঙ্গামাটি কাপ্তাইয়ের ৭ দশমিক ৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র। আগামী বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি গণভবন থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

জেলার কাপ্তাই উপজেলায় কাপ্তাই প্রজেক্টের ভেতরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান বাঁধ সংলগ্ন দুই একর খালি জায়গায় সৌর বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এশিয়া উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত প্রকল্পটিতে ব্যয় করা হয়েছে প্রায় ১১০ কোটি টাকা।

প্রকল্পের পরিচালক মো. ফারুক জানিয়েছেন সৌর শক্তির সাহায্যে ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম প্রকল্পটির ইতোমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখান থেকে দৈনিক ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এর মধ্যে ২ মেগাওয়াট বিদ্যুৎ কাপ্তাই প্রজেক্টে ব্যয় করা হবে। অবশিষ্ট ৫ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড