• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাষ্ট্রদ্রোহিতায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  সারাদেশ ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩২
তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ছবি : ফাইল ফটো)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির অভিযোগে মামলার পর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালত জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আখ্যায়িত করায় রাষ্ট্রদোহিতা ও মানহানির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমটির সদস্য আকরাম হোসেন বাদল জাতির পিতা বঙ্গবন্ধুর মতো দেখতে আরুক মুন্সিকে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এ মামলার আবেদন করেন।

একই মামলায় তারেক রহমান ছাড়াও যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদকেও আসামি করা হয়। নারায়ণগঞ্জের একটি আদালত আবেদন গ্রহণ করে বিষয়টি আমলে নেওয়ার পর তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা জানান, সম্প্রতি লন্ডনের একটি অনুষ্ঠানে তারেক জিয়া বলেছেন- বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা জিয়াউর রহমান। সেই সঙ্গে তিনি দেশের সংবিধান নিয়ে কটূক্তি করেছেন। যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তার এমন বক্তব্য মানহানিকর। এরই প্রেক্ষিতে আবেদন গ্রহণের পর আদালত তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মামলায় বাদী তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতা ও মানহানির অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, আদালত আবেদনটি আমলে নিয়ে সকল নথিপত্র পর্যালোচনা করার পর আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড