• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

  সারাদেশ ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৮
লাশ
(ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ ১১ মাইল এলাকায় পুরাতন সিনেমা হল রোড সংলগ্ন ‘মিনহাজ ম্যানসন’ থেকে তামান্না সুলতানা রেশমী (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে রেশমীর স্বামী নিয়ামত উল্লাহ্ জীবন পলাতক রয়েছে।

জানা গেছে, নিহত রেশমী বাড়ি চট্টগ্রামের (৩৬ নম্বর ওয়ার্ড) পশ্চিম গোমাইল ডাঙা এলাকার এমএ লতিফের বাড়ির আব্দুল নুরের মেয়ে।

এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, রেশমী স্বামী নিয়ামত উল্লাহ জীবনের সঙ্গে হাটহাজারীর ১১ মাইল এলাকায় মিনহাজ ম্যানসনের একতলা পাকা বিল্ডিংয়ে থাকতেন। খবর পেয়ে রবিবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর, এসআই আনিস আল মাহমুদ, অজয় ও তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে বাসায় একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রেশমীর লাশ উদ্ধার করে।

রেশমীর মা জেসমিন সুলতানা বলেন, ৩ বছর আগে কোর্টের মাধ্যমে রেশমী ও জীবনের বিয়ে হয়েছিল। জীবন আমার ও আমার মেয়ের সব টাকা-পয়সা শেষ করে ফেলেছে। আমার মেয়েকে আজকে কালকে পারিবারিকভাবে অনুষ্ঠান করে তুলে নেবে বলে তিন বছরেও ঘরে তুলে নেয়নি। আমার মেয়ে রেশমী শহর থেকে জীবনের সঙ্গে দেখা করতে আসলে শ্বশুরবাড়ির লোকেরা তাকে নির্যাতন করত। আগেও রেশমীর একবার বিয়ে হয়েছিল সে ঘরের তামান্না সুলতানা জেসি (৫) নামে একটি মেয়ে রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর দৈনিক অধিকারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে রেশমীকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে নিশ্চিত হতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিয়ামত উল্লাহ জীবন পলাতক থাকায় জিজ্ঞাসাবাদের জন্য জীবনের পিতা মো. ইউসুফকে আটক করা হয়েছে।

এই রিপোর্ট লিখা পর্যন্ত রেশমীর পরিবার থানায় মামলা দায়ের জন্য প্রস্তুতি চলছে বলে জানা যায়।

ওডি/টিএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড