• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বালু উত্তোলনের দায়ে ছয় ড্রেজার পুড়িয়ে ধ্বংস

  ফেনী প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৮
ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস
অবৈধভাবে বালু উত্তোলন করাব ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে (ছবি- দৈনিক অধিকার)

ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ৬টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রবিবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেশিন ধ্বংস করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাস।

বিষয়টি নিশ্চিত করে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাস জানান, এ অভিযান কয়েক ঘন্টাব্যাপী স্থায়ী হয়। এতে উপজেলার লেমুয়া ও ফরহাদনগর এলাকার বিভিন্ন পয়েন্ট হতে ছয়টি ড্রেজার মেশিন জব্দ করার পর ঘটনাস্থলেই তা পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের আগেই টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

তিনি জানান, অবৈধভাবে নদীগর্ভ থেকে বালু উত্তোলন নদীর জন্য হুমকি স্বরূপ। নদী ভাঙনসহ মাটিক্ষয়ের জন্য দায়ী অবৈধভাবে বালু উত্তোলনকারীরা। এছাড়াও অবৈধভাবে উত্তোলিত বালু জলাশয় অপদখলের অন্যতম পদ্ধতি। অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড