• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবাই করা গাভি ও বাছুর ফেলে পালাল চার কসাই

  ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহ

০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩
গাভি জবাই
সাত মাসের গর্ভবতী গাভি জবাই (ছবি- দৈনিক অধিকার)

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সাত মাসের গর্ভবতী গাভি জবাইয়ে ধরা পড়ে পালিয়ে গেছে চার কসাই।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে ভালুকা উপজেলার ভালুকা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা বাজারের কসাই কামাল, ইমরান, এয়াকুব ও সিদ্দিক গর্ভবতী গাভি জবাই করে মাংস বানানোর সময় পেটের ভেতরের বাচ্চাটি দেখে ফেলে স্থানীয়রা। পরে গাভি ও বাচ্চা রেখে পালিয়ে যায় কসাইরা। পরে স্থানীয়রা পুলিশকে জানালে ভালুকা মডেল থানা পুলিশ বাছুরসহ গাভিটি মাটিতে পুতে ফেলে।

ভালুকা বাজারের ব্যবসায়ীরা জানান, গত বছর ২৫ আগস্ট একই কায়দায় একটি গর্ভবতী গাভি জবাই করলে জনতার হাতে আটক হন কসাইরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল ওই কসাইদের। এ ঘটনার এক বছর পর আবারও ওই কসাইরা গর্ভবতী গাভি জবাই করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক অধিকারকে জানান, জবাইকৃত গাভিটি জব্দ করে মাটিতে পুতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজু করা হবে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বলে, ওই মাংস বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড