• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

না:গঞ্জ জেলা সমিতির যুগ্ম সম্পাদক হলেন চেয়ারম্যান জিন্নাহ

  সোনারগাঁও প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৭
জাহিদ হাসান জিন্নাহ
চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ। (ছবি : সংগৃহীত)

নারায়ণগঞ্জ জেলা সমিতির কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের স্বর্নপদকপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

তিনি বাংলাদেশ চেয়ারম্যান ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এর আগে নারায়ণগঞ্জ জেলা সমিতি তাকে নারায়ণগঞ্জের জেলার সেরা চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত করেন। তাকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করায় তিনি নারায়ণগঞ্জ জেলা সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নারায়ণগঞ্জ জেলা সমিতির ২ বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)-কে সভাপতি ও কে এম আবু হানিফ হৃদয়কে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, প্রধান উপদেষ্টা সাংসদ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক সেনাপ্রধান শফিউল্লাহ, সাবেক সাংসদ এস.এম আকরাম, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মীর আবদুর আলিম, সোনারগাঁয়ের দুই ব্যবসায়ী বজলুর রহমান ও এস.এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, অর্থ সম্পাদক বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ রশিদ, শিক্ষা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডীন ড. আবদুল আজিজ, আইন সম্পাদক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম।

ওডি/এসএইচএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড