• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে পরিকল্পনা সচিবের নদী ভাঙন পরিদর্শন

  বরিশাল প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৭
নদী ভাঙন
নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে পরিকল্পনা কমিশনের সদস্য মো. জাকির হোসেন আকন্দ (ছবি : দৈনিক অধিকার)

বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর দুই কিলোমিটার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব) মো. জাকির হোসেন আকন্দ।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে স্পিডবোডযোগে উপজেলার সরিকল ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি। ভাঙন এলাকা পরিদর্শন শেষে নদী ভাঙন রোধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন সচিব মো. জাকির হোসেন আকন্দ।।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক লিজেন শাহ নাইম, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিউদ্দীন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, আড়িয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে বসতবাড়ি, সরকারি রাস্তাসহ একাধিক স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড