• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুদকের অভিযানের পর বিএমডিএ’র ৮ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

  রাজশাহী প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৮
রাজশাহী
ছবি : দৈনিক অধিকার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের পর রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রকৌশলী পর্যায়ের ৮ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর আমবাগান এলাকায় বিএমডিএ এর প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদক।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, অভিযানের পর বিএমডিএ’র চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন চৌধুরীর ৮ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ দিয়েছেন। আগামী রবিবার (৮ সেপ্টেম্বর) তাদেরকে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্ট্যান্ড রিলিজ হওয়া কর্মকর্তারা হলেন, বিএমডিএ’র প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হোদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবুল কাশেম, নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) তরিকুল ইসলাম, ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, জয়পুরহাট রিজিয়নের নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, রাজশাহীর পবা জোনের উপসহকারী প্রকৌশলী রাহাত পারভেজ ও দুর্গাপুর জোনের উপসহকারী প্রকৌশলী মো. শামসুল আলম।

এ বিষয়ে জানতে বিএমডিএ’র চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

বিএমডিএ’র প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হোদা বলেন, আটজনকে স্ট্যন্ড রিলিজ দেওয়া হয়েছে। যার মধ্যে আমাকে ঠাকুরগাঁ কার্যালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত অডিট আপত্তি, কোটি টাকা ব্যয়ে সরকারি প্রকৌশলী ভবন নির্মাণ করেও সেখানে প্রকৌশলী না থাকা, পিপিআর অমান্য করে খণ্ড খণ্ড আকারে প্রয়োজনীয় সরঞ্জমাদি ক্রয়ের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন, গোদাগাড়ীতে প্রায় ৫০ লাখ টাকার হিসেব জালিয়াতি, চলমান প্রকল্পে অনিয়ম, সরকারি পরিপত্র অমান্য করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন স্কেল প্রদান ও পল্লী বিদ্যুতের অবৈধ ব্যবহার করা। এমন সাতটি সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালায় দুদকের একটি টিম।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড