• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু কেড়ে নিল রবিনের স্বপ্ন

  ফরিদপুর প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৭
রবিন
নিহত জিলানী শিকদার রবিন (ছবি : সংগৃহীত)

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে হয়ে জিলানী শিকদার রবিন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রবিন ভাঙ্গা পৌর সদরের ছিলাধরচর মহল্লার কামরুজ্জামান শিকদারের ছেলে। সে এ বছর এইচএসসি পাস করেছিল। রবিনের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কিন্তু ডেঙ্গু জ্বর তার সব স্বপ্ন কেড়ে নিয়েছে।

চাচা সাংবাদিক রমজান শিকদার জানান, গত ৮ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিনকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল, সর্বশেষ গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়। এশার নামাজের পর ভাঙ্গা ঈদগাহ মসজিদ মাঠে জানাজা শেষে ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি আরও জানান, দুই ভাইয়ের মধ্যে রবিন ছিল বড়।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড