• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লোহাগাড়ায় গ্রীন ভয়েসের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

  নড়াইল প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৬
বৃক্ষরোপণ অভিযান
গ্রীন ভয়েসের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযানের ব্যানার (ছবি : দৈনিক অধিকার)

‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এ শ্লোগানকে নিয়ে শনিবার (৭ সেপ্টেম্বর) নড়াইলের লোহাগাড়া উপজেলায় গ্রীন ভয়েসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র জানায়, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। গ্রীন ভয়েসের একদল তরুণ-তরুণী, বাংলাদেশকে সবুজায়নের প্রত্যয় গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সারা দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (৭ সেপ্টেম্বর) গ্রীন ভয়েস নড়াইলের লোহাগড়া শাখার পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে।

শনিবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এ কর্মসূচির। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ সাইফুল্লাহ মামুন।

চারা রোপণ ও বিতরণকালে উপস্থিত থাকবেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান (শিমুল), সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, জহুরুল হক মিলু, শরিফুল ইসলামসহ গ্রীন ভয়েসের লোহাগড়া থানা শাখার সদস্যবৃন্দ।

এরপর পর্যায়ক্রমে লক্ষ্মীপাশা গার্লস স্কুল, মহিলা কলেজ, লোহাগড়া সরকারি কলেজসহ উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হবে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড