• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘুষিতেই জীবন শেষ রাজমিস্ত্রির

  গাইবান্ধা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৭
থানা
গোবিন্দগঞ্জ থানা (ছবি : দৈনিক অধিকার)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ঘুষিতে ইয়ার আলী হোসেন (৫৪ ) নামে এক রাজমিস্ত্রির মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর-তারাগনা চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। ইয়ার আলী হোসেন আরজি সাহাপুর-তারাগনা গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে।

স্থানীয় জানান, ইয়ার আলী হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। একই গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে মেহেদী আকন্দের কাছে ইয়ার হোসেনের কাজের দুইশ টাকা পাওনা ছিল। বৃহস্পতিবার রাতে তারাগনা চার মাথা মোড়ে পাওনা টাকা নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মেহেদী আকন্দ ইয়ার আলীকে ঘুষি মারেন। এতে ইয়ার আলী অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে প্রস্তুতি চলছে। ময়না তদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড