• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া শিশু রোগীর সংখ্যা

  ঝিনাইদহ প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১
নিউমোনিয়া
হাসপাতালে শিশু রোগীরা ( ছবি : দৈনিক অধিকার )

ঝিনাইদহে অপরিবর্তিত রয়েছে নিউমোনিয়া পরিস্থিতি। প্রতিদিনই নিউমোনিয়া, ব্রংকিউলাইটিস, ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছে সদর হাসপাতালে।

বর্তমানে হাসপাতালের শিশু বিভাগে ৮ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ১১০ শিশু। এর আগে গত এক সপ্তাহে ভর্তিরত ২৭১ শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

শয্যা সংকটে অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি ও বহিঃবিভাগের মাধ্যমেও প্রতিদিন গড়ে ৩ শতাধিক শিশু চিকিৎসাসেবা নিচ্ছে।

জেলা শহরের পাগলাকানাই এলাকার বাসিন্দা কনা বেগম জানান, ৫ দিন আগে শিশুর ঠান্ডা জনিত কারণে হাসপাতালে ভর্তি করেছিলাম। তখন ডাক্তার বলেছিল নিউমোনিয়া হয়েছে। এখন আমার বাচ্চা মোটামুটি সুস্থ হয়েছে।

অনেক অভিভাবক অভিযোগ করেছেন শয্যা না পেয়ে মেঝেতে থেকে অনেক সমস্যা হচ্ছে। শিশুরা সুস্থতার বদলে আরও অসুস্থ হচ্ছে।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. হুমায়ূন শাহেদ জানান, আবহাওয়ার পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে। পরিস্থিতি আরও কয়েকদিন এমন থাকবে। ভর্তি শিশুদের নেবুলাইজেশন করা হচ্ছে, স্যালঅইন খাওয়ানোর পাশাপাশি চলছে অন্যান্য চিকিৎসা।

তিনি আরও জানান, এসব রোগ থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের বেশি বেশি সচেতন থাকতেও পরামর্শ দেন এই ডাক্তার।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড